বিশ্বকাপের আগে র‍্যাংকিং প্রকাশ করলো আইসিসি, দেখেনিন বাংলাদেশের অবস্থান

আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন আসরে অংশ গ্রহন করবে ২০টি। আর এতেই ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বকাপের তাকমা পেয়ে গেছে। এর আগে কখনোই ২০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেনি আইসিসি।

৫৫ ম্যাচের বিশ্বকাপটি স্থায়ী হবে এক মাস। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৯ জুন ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে প্রায় এক মাসের ক্রিকেট মহাযজ্ঞের। তবে এর আগে টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি

আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে ২ ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ক্যারিবিয়ানরা রয়েছে ৪র্থ স্থানে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩-০ ব্যবধানে। প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে র‍্যাংকিংয়ে এগিয়েছে ক্যারিবিয়ানরা। বর্তমানে তাদের রেটিং ২৫২।

অন্যদিকে হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া দক্ষিণ আফ্রিকা ৩ ধাপ পিছিয়ে নেমে গেছে ৭ম স্থানে। বর্তমানে তাদের রেটিং ২৪৪। সমান রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকার কারণে ১ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছে পাকিস্তান।

র‍্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ৯ম স্থানে। তবে রেটিং কমেছে টাইগারদের। জিম্বাবুয়ের কাছে এক ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচ হেরে বাংলাদেশের রেটিং ২৩২ থেকে কমে দাঁড়িয়েছে ২২৬ এ। ৮ম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ২৩২। শীর্ষস্থানে রয়েছে ভারত, রেটিং ২৬৪। ২৫৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫২।