Breaking News

ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, দেখেনিন সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু ভারতে। নিরাপত্তা ইস্যুতে নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিসিসিআই এই সিরিজ নিয়ে আফগানিস্তানকে খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

জুলাইয়ের শেষ ও আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। অনানুষ্ঠানিক সূচি ২৫, ২৭, ৩০ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর ২, ৪ ও ৬ আগস্ট তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সবকটি ম্যাচ মাঠে গড়াবে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে। এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরেই ভারত সফরের কথা রয়েছে টিম টাইগার্সের। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির দিন-তারিখ চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের অনানুষ্ঠানিক সূচি-

১ম ওয়ানডে- ২৫ জুলাই
২য় ওয়ানডে- ২৭ জুলাই
৩য় ওয়ানডে- ৩০ জুলাই

১ম টি-টোয়েন্টি- ২ আগস্ট
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …