পদত্যাগ করলেন পাপন কপাল খুললো তামিমের!

আগামীকাল জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ) আসন্ন বোর্ড সভা বুধবার সকাল ১১ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। আর এই সভাতে পদত্যাগের ঘোষণা দিতে চলেছেন বর্তমান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

জানা গেছে লন্ডনে থেকে ইমেইলে তার পদত্যাগপত্র জমা দেবেন পাপন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিয়ে পদত্যাগের কারণ বিস্তারিত তুলে ধরবেন।

এদিকে ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির পরিচালক করা হতে পারে। পাশাপাশি সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ সহ-সভাপতি করে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেখানে বাকি পরিচালকদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

ইতোমধ্যেই জালাল ইউনুস বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার চলতি কমিটির বাকি ২৩ জন পরিচালকও পদত্যাগ করবেন বলে জানা গেছে। এর ফলে নতুন মুখ দেখা যাবে বিসিবির পরিচালনা পর্ষদে। তামিম ছাড়াও কোচ নাজমুল আবেদীন ফাহিম, সৈয়দ আশরাফুল হক, খালেদ মাসুদ পাইলটের নামও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে তৃতীয় মেয়াদের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার মেয়াদ ছিল।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …