চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোমা ফাটালেন তামিম!

তামিম ইকবাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এবার ফিট থাকলেও ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন। তাকে দলে আনতে সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিম বোর্ড চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে।

উল্লেখযোগ্যভাবে, তাকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, যার চূড়ান্ত ফলাফল বোর্ড থেকে আসার কথা ছিল। তবে দেশটির সরকার পতনের পর সবকিছু বদলে যাচ্ছে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেই দেশ ছেড়েছেন। এমন পরিস্থিতিতে লিপু তামিমের সঙ্গে বসতে রাজি হয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

এদিকে ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে লিপু বলেন, ‘রাজনীতির পাশাপাশি কেউ জাতীয় দলে থাকতে পারবে কিনা এটা নিয়ে কাল সোহান বলেছে… সোহান কাল যা বলেছে এটার সঙ্গে আমি একটা বার্তা যোগ করতে চাই, সংস্কার দুই জায়গাতেই হতে হবে। খেলোয়াড়ের জন্যে যেমন.. জাতীয় দলকে সেবা করার সময় তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে।

‘পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কথা চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার.. সেখানে একটা রাজনৈতিক দলেরও কী উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেয়া? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যেই ভাবে।

এটা ওয়ান ওয়ে ট্রাফিক না। আপনি শুধু একজন খেলোয়াড়কে দোষ দিতে পারেন না। এখানে রাজনৈতিক দলকেও দায়ভার নিতে হবে। ভবিষ্যতের ব্যাপারে আমি আমার চিন্তাভাবনা একটু শেয়ার করলাম।’-যোগ করেন তিনি।

“এই অন্তর্বর্তী সরকার ছাড়াও যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলছে… কোনো রাজনৈতিক দলের কি কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেওয়া উচিত? তারা জনগণের জন্য কাজ করে এবং দেশের জন্য চিন্তা করে।

এখানে কোনো একমুখী যানবাহন নেই। এখানে শুধু একজনকে দায়ী করা যায় না, রাজনৈতিক দলগুলোকেও দায় নিতে হবে।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …