শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। আঘাত পান ঘাড়ে ও হাঁটুতে। চোটের কারণে ডিপিএল থেকেও ছিটকে গেছেন সৌম্য। শঙ্কা আছে জিম্বাবুয়ে সিরিজ নিয়েও। ডিপিএলে খেলা হচ্ছে না মুশফিকেরও।
তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোট এখনো ভোগাচ্ছে সৌম্যকে। চোটের কারণে ওই ম্যাচেই পরে আর ব্যাটিং করতে পারেননি তিনি। তার কনকাশন (মাথায় আঘাতজনিত জটিলতা) বদলি হিসেবে নেমে ৮১ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। জানা গেছে, চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে। যার ফলে শঙ্কায় রয়েছে বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিয়ে খেলা নিয়ে।
সূচি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ৩ মে। বিসিবি সূত্রে জানা গেছে, সৌম্য অনিশ্চিত পুরো সিরিজ জুড়েই।
ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা প্রাইম ব্যাংকের জন্য ক্ষতিটা একটু বেশিই। শিরোপার লক্ষ্যে জাতীয় দলের তারকা নিয়ে দল গড়েছিল প্রাইম ব্যাংক। তামিম ইকবাল তো খেলছেনই সাথে ছিলেন সৌম্য সরকার, মুশফিকুর রহিমরা।
জাতীয় দলেও সময়টা ভালোই যাচ্ছিল সৌম্য সরকারের। দীর্ঘদিন পর ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরি। খেলেন ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। লঙ্কানদের বিপক্ষেও করেন ফিফটি।
অন্যদিকে ডিপিএলে খেলতে পারছেন না মুশফিকও। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিক। আঙুলের চোট থেকে সেরে না ওঠায় খেলা হচ্ছে না ডিপিএলেও। ওপেনার পারভেজ হোসেন ইমন টানা সেঞ্চুরি পেলেও মুশফিকের অভাব যে বোধ করছে প্রাইম ব্যাংক, তা নিশ্চিতভাবেই বলা যায়।