শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের মন্তব্য ভাইড়াল!

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বাজে ভাবে হেরেছে টাইগাররা। এতে সবচেয়ে বাজে ছিল বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ৩১৮ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা। এখন সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টেস্ট জেতা ছাড়া কোনো উপায় নাই।

তবে আজ সাকিব বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে খেলবেন সাকিব। এই অলরাউন্ডার সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রামের কারণে প্রায় এক বছর সাদা পোশাকে খেলতে দেখা যায়নি তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও বিশ্রামে ছিলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ সফল সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে ৯ টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেন সাকিব। পাশাপাশি বল হাতে নেন ৩৮ উইকেট।

নিজের ফেরা নিয়ে সাকিব আরও বলেন, ‘পারসোনাল কোনো গোল নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একইসাথে গর্বিত।’

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …