সাকিবকে নিয়ে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে কাঁপিয়ে দিলেন মুশফিক!

বর্তমাণে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে আছে সাকিব আল হাসান। এই টেস্ট সিরিজ চলাকালীন সময়ে সাকিবের বিরুদ্ধে একটি হ*ত্যা মামলা হয়। সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে এই মামলাতে। তবে মুশফিকুর রহিম দাবি করেছেন এই মামলাটি ‘মিথ্যা মামলা’।

আজ সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’

সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে,… এদিকে গতকাল সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মুমিনুল হক। এই ক্রিকেটারও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

সাকিব পাশে বেশ কয়েক দিন ধরে ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই আছেন।

এ প্রসঙ্গে মুমিনুল লিখেছেন, ‘যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

তবে তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। এই পরিস্থিতিতে ইতিমধ্যে সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছে ক্রিকেটারা। মুনিম শাহারিয়ার শরিফুল ইসলাম, রুবেলের পর এবার পোস্ট করেছেন এনামুল হক বিজয়। শরিফুল ফেসবুকে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।

বাংলাদেশর তরুন ওপেনার মুনিম শাহারিয়ার ফেসবুকে লিখেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর যেমন মিথ্যা মামলা হইছে দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলাই হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়!!

রুবেল হোসেন ফেসবুকে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।

ফেসবুক পোস্টে এনামুল হক বিজয় লিখেন, “সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।”

বাংলাদেশ দলের ড্যাশিং ব্যাটার সাব্বির রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …