চলতি আইপিএলে দারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কাটারের জাদু দেখিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ২৯ খরচ করে নেন ৪টি উইকেট। হিয়েছেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার।
নিজেদেরে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ৩০ খরচ করে নিয়েছেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে খারাপ করলেই পেয়েছেন ১ উইকেট। ফলে ৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ শিকারী বোলারের তালিকায় শীর্ষে আছেন তিনি।
আইপিএলের নিলাম থেকে ২ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে এবার কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে প্রথম থেকে ভাল পারফর্ম্যান্স করলেও পাবেন না তার সম্পূর্ণ পারিশ্রমিক।কেননা আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি ইনজুরিতে পরে কিংবা দলের সাথে পুরো মৌসুম থাকে তাহলেই সে সম্পূর্ন পারিশ্রমিক পাবে।
সেক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে বাংলাদেশে ফিরতে হবে ৩০ এপ্রিল। তাই মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে ৪টি ম্যাচ মিস করবে। প্রতি ম্যাচের জন্য মুস্তাফিজ পাবে ১৪ লাখ ৩০ হাজার রুপি। আর মুস্তাফিজ খেলতে পারবে ১০টি ম্যাচ। সেক্ষেত্রে মুস্তাফিজ পাবে ১ কোটি ৪০ লাখ রুপি।