আইপিএলে কপাল পুরলো মুস্তাফিজের, ধনিকে নিয়ে আশংকা!

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হৃদয় ও আত্মা। তার বয়স ৪৩, এবং আগামী বছরের আইপিএলে তার বয়স হবে ৪৪। তবে, চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধোনিকে রিটেইন করবে, যতক্ষণ না তিনি নিজে থেকে অবসর ঘোষণা করেন।

আইপিএলের মেগা নিলামের আগে এই সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ। যদি রিটেনশন নিয়মে দুই জন ক্রিকেটারকে ধরে রাখা যায়, তাহলে সিএসকে ধোনিকে ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। কিন্তু যদি চার জন ক্রিকেটার বা তার কম রিটেইন করার নিয়ম হয়, তাহলে পাথিরানার অথবা রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়দের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আর মুস্তাফিজের যে একটু সুযোগ ছিল সেটাও আর থাকবে না।

এ বছর শেষের দিকে রয়েছে আইপিএলের মেগা নিলাম। মহেন্দ্র সিং ধোনিকে কি ধরে রাখবে সিএসকে? ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট ঠিক করে নিয়েছে, তারা মহেন্দ্র সিং ধোনিকে রিটেইন করবে। এখনও অবশ্য বোর্ডের পক্ষ থেকে রিটেনশন নিয়ম নিয়ে কিছু পরিষ্কার করেনি। রিটেনশন নিয়মে যদি ২ জন ক্রিকেটারকেও ধরে রাখা যায়, সেক্ষেত্রেও সিএসকে ধোনিকে ধরে রাখবে বলেই শোনা গিয়েছে।

মাহি নিজে থেকে অবসর না ঘোষণা করা অবধি সিএসকে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না। পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ছাড়লেও ধোনি এই টিমের সঙ্গে ভবিষ্যতে যুক্ত থাকবেন, এমনটাও বলা হয় ভারতীয় ক্রিকেট মহলে। কে বলতে পারে, আইপিএল থেকে অবসরের পর ধোনিকে হয়তো মেন্টর বা কোচের দায়িত্বেও দেখা যেতে পারে। অবশ্য মাহির মুখে অবসর পরবর্তী কোনও কথা, সিদ্ধান্ত এখনও শোনা যায়নি।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …