মুশফিককে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে ভাইরাল তামিম!

বৃষ্টির কারণে প্রথম দিনে ৩৫ ওভারে খেলা হয়। ৩ উইকেটে ১০৭ রানে দিন শেষ করে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে ৩০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখানো খেলা শুরু হতে পারেনি। ভারতের ক্রিকেটারদের পর মাঠ ছেড়ে হোটেলে ফিরে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।

এরই মাঝেই লাইভ ব্রডকাস্টের সরাসরি ধারাভাষ্যে এসেছিলেন দেশ সেরা ওপেনার অধিনায়ক তামিম ইকবাল। সেখানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেন তিনি। সাবেক এ ওপেনারের মতে, সাকিব বা তিনি নন, আদর্শ মানলে মুশফিককেই মানা উচিত।

সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম। এগিয়ে রেখেছেন নিজের চেয়েও। ব্যাখ্যায় এই ওপেনার টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকের নিবেদন ও পরিশ্রমের কথা বলেছেন, ‘আমার কথা বলতে পারেন, সাকিবের কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি (টেস্টে) কাউকে আদর্শ মানতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি, সেটা হওয়া উচিত মুশফিককে।’

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন মুশফিক। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ ৫৯১৯ রান করেছেন মুশফিক। অন্যদিকে এ তালিকার দুইয়ে থাকা তামিম ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন।

About RemixBd

Check Also

ভারতের বিপক্ষে শেষ টেস্টে সাকিব খেলবেন কি না জানাল বিসিবি!

চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই …