আইপিএলে এক রেকর্ডে সবার ওপরে মুস্তাফিজ!

আইপিএলের ১৭ তম আসরে এক অন্য রকম মুস্তাফিজকে দেখছে ক্রিকেট বিশ্ব। এইটা যেন সেই পুরনো মুস্তাফিজ। যার বলে বাঘা বাঘা ব্যাটাররা খাবি খেতো। এবারের আইপিএলে চার ম্যাচ খেলে ৮ ইকোনোমি রেটে ৯ উইকেট তুলে নিয়েছে। সর্বশেষ কলকাতার বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

আর এতেই আবার পার্পল ক্যাপ নিজের দখলে নিয়েছেন ফিজ। প্রত্যেক ম্যাচে রান আটকানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে এনে দিচ্ছেন ব্রেকথ্রু। বিশেষ করে ডেথ ওভারে ‍মুস্তাফিজ যেন আরও ভয়ংকর। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ ইমপ্যাক্ট রাখছেন প্রতিটি ম্যাচেই।

সদ্য শেষ হওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ডেথ ওভারে ২ ওভার বল করেন ফিজ। ১৮ তম ওভারে মস্তাফিজের বল খেলতে রীতিমত নাভিশ্বাস তুলে দিয়েছেন আন্দ্রে রাসেলের। শেষ ওভারে মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি।

চলতি আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজের চেয়ে ডেথ ওভারে বেশি ডট বল করতে পারেনি আর কোনো বোলার। সবমিলিয়ে মুস্তাফিজ ২৩টি ডট বল করেছেন। তার ধারেকাছেও নেই কেউ। তালিকার দুইয়ে রয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক, তিনি করেছেন ১৪ ডট বল। তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ করেছেন ১২টি করে ডট বল।

আইপিএলের চলতি আসরে ডেথ ওভারে (১৬ – ২০) ত্রাস ছড়াচ্ছেন দ্য ফিজ। শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের এই পেসার। পেয়েছেন চার উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ।

আসরে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের চার ওভারে বল করেছেন মোটে ৮ ইকোনমিতে। তারচেয়ে ভাল ইকোনমি কেবল আভেশ খানের। ৭.৩৩ ইকোনমিতে বল করেছেন আভেশ।

সবমিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে ৪৮ বল করে রান দিয়েছেন মোটে ৬৪। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন একটি করে উইকেট।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …