প্রকাশ করা হল চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ আছেন তো ফিজ

২০১৬ সালে আইপিএলের ৯ম আসরে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল মায়াবি কাটারের সঙ্গে স্লোয়ার। যা বুঝতে গিয়ে ধোকায় পড়তে হয়েছে অনেক বিশ্বসেরা তারকাদের। ওই কাটার-স্লোয়ারের সঙ্গে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কারও করতে দেখা গিয়েছিল মোস্তাফিজকে।

এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে হওয়া নিলামে তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পান টাইগার এ পেসার। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

গত আসরের আইপিএল অভিষেকে দুর্দান্ত পারফর্ম করে চেন্নাইয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। গত মৌসুমে শিরোপা জেতাতেও তার ভালো ভূমিকা ছিল। তাই বিদেশি হিসেবে পাথিরানাই প্রথম পছন্দ। সঙ্গে দলে আছেন চাহার, তুষার দেশপান্ডের মতো দেশিয়রা।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল ঠাকুর। সে হিসেবে মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা কমই। তবে পাথিরানা কিছুটা চোটপ্রবণ হওয়ায় তাকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের।

ক্রিকনইফোর চোখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, ডারেল মিচেল, শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা। ইম্প্যাক্ট প্লেয়ার-তুষার দেশপান্ডে।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …