এবার বিপিএলের নতুন রেকর্ড ১৩ বলে ৫ উইকেট!

১০ ওভারে এক উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দল নিশ্চিতভাবেই বড় জয়ের পথে। কিন্তু ১৩ তম ওভারে আবু হায়দার রুনি প্রথমে বোলিং করে খেলা ঘুরিয়ে দেন। এক ওভার তিন উইকেট নিয়ে বরিশালের মেরুদণ্ড ভেঙে দেন এই খেলোয়াড়। এরপর আরও দুটি উইকেট পান রনি।

৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নেন রনি। এটি বিপিএলে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং অ্যাকশন। আগের সেরা ছিলেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটের সাকিব ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

বোলিংয়ে এসে প্রথম বলেই মুশকুর রহিমকে ফিরিয়ে দেন রনি। এই ফিল্ডারের শর্ট বলটি উইকেটের পেছনে নেন মুশফিক। দুই বল পর বোল্ড হন সৌম্য সরকার। একই ওভারের পঞ্চম বলে কাইল মায়ার্সকে ক্যাচ দেন রুনি নিজেই।

দ্বিতীয় ওভার বল করার পর মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নেন রনি। গড় টাইমিংয়ে মিড-অনে শামীমকে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। নিজের তৃতীয় ওভারে উইকেটও নেন এই খেলোয়াড়। উইকেটের পেছনে মিরাজকে ক্যাচ দেন মেহেদি হাসান।

প্রথম ১৩ বলে ৫ রানে ৫ উইকেট নেন রনি। এর পরের ১১ বলে অবশ্য আর উইকেট পাননি। সবমিলিয়ে ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট শিকার করেছেন তিনি। যা বিপিএল ইতিহাসে বাংলাদেশি কোনো বোলারের সেরা ফিগার।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …