চমক দিয়ে বাংলাদেশের ৩ ফরমেটের ৩ অধিনায়কের নাম ঘোষণা!

বাংলাদেশে তিন ফরমেটে কখনো ভালো খেলতে না। ওয়ানডে ফরমেটে ২০১৫ সালের পর থেকে ভালো করতে শুরু করে বাংলাদেশ। সাকিব, তামিম, মাশরাফিদের হাত ধরে বড় বড় দল গুলোকে হারাতে শুরু করে টাইগাররা। টেস্ট ফরমেটে বাংলাদেশ সব সময় বাজে খেলে। দুয়েকটা ছাড়া বলার মত বড় কোনো সাফল্য ছিল না।

তবে সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে জয়। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয় অন্যতম। এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয় ছিল সেরা সাফল্য। টি-টোয়েন্টিতে সম্প্রতি বাংলাদেশ ভালো খেলতে শুরু করেছে। যদিও মাঝে মাঝে ছন্দ হারিয়ে ফেলছে টাইগাররা।

ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ওয়ানডে ফরমেটের মত। তবে গুঞ্জন উঠেছে তিন ফরমেটে তিন অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। বর্তমানে তিন ফরমেটে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে নাজমুল হোসেন শান্ত। টেস্ট ওয়ানডে ফরমেটে ভালো করলেও টি-টোয়েন্টিতে শান্ত’র পারফরমেন্স একদম বাজে।

সুত্র বলছে টেস্টে শান্তকে অধিনায়ক রাখতে এক মত হয়েছে বিসিবি কর্তারা। তবে বাকি দুই ফরমেটের জন্য নতুন অধিনায়ক করতে চায় বোর্ড। যত দুর জানা গেছে তাতে তিন ফরমেটের জন্য তিন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি।

সেক্ষেত্রে ওয়ানডে ফরমেটের দায়িত্ব দেয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে। টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে তাওহীদ হৃদয়কে। আর নাজমুল হোসেন শান্ত দায়িত্ব পালন করবেন টেস্ট ফরমেটে।

About RemixBd

Check Also

ভারতের বিপক্ষে শেষ টেস্টে সাকিব খেলবেন কি না জানাল বিসিবি!

চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই …