বিসিবির দুর্নীতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন নুরুল!

শেখ হাসিনার পদত্যাগের পর গঠন করা হয়েছে অন্তর্বতীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নানা কর্মকান্ড নিয়ে কথা বলতে শুরু করে দেশের ক্রিকেটাররা থেকে শুরু করে দেশি কোচরা পর্যন্ত। তুলে ধরেন বিসিবির নানা ভুল ও স্বেচ্ছাচারিতা।

আর বিসিবির দুর্নীতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। তিনি বলছেন, জার্সিতেও দুর্নীতি হতো লাখ টাকার।

রোববার মিরপুরে সোহান বলেন, ‘আমি যখন খেলেছি, বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় তিন লাখ টাকা। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু আমি অধিনায়ক ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকার মতো দিয়ে। ’

‘এটা পরার মতো না। প্রথম শ্রেণিতে যদি এরকম হয় তিন লাখ টাকা বাজেটের ভেতরে ৮০ হাজার দিয়ে জার্সি বানাইছেন। বাকি টাকার কোনো হিসাব নাই। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। ’

এখন বিসিবিতে সংস্কারের দাবি তুলছেন অনেকে। আলাপ আছে বিসিবিতে নতুন সংগঠকদের আসারও। সোহানের চাওয়া, ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কেউ না আসেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, ক্রীড়াঙ্গনে আছে। কিন্তু এমন মানুষের আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে ব্যবসা করতে চায়। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে, তাদের ক্রিকেটে আসার দরকার নাই। ’

নাজমুল আবেদীন ফাহিম বলেন, তাঁরা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তাঁরা ক্রিকেট বোর্ডে আসতেন। আমরা দেখেছি ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেয়া হয়েছে।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …