Breaking News

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ওয়ানডে সিরিজ এর সময়সূচি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। তবে এ সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল (শনিবার) সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এর আগে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে তিন রানে হেরে দ্বিতীয় ম্যাচে নিজেদের উল্টে দেয় স্বাগতিকরা। তাই তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু তুষারঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। তিন ও পাঁচ উইকেট হারানোর পর আবারও সিরিজ হারের মুখে বাংলাদেশ। এর আগে কখনও লঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারেনি টাইগাররা।

অবশ্যপুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।’

সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, ‘অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’

পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’

চট্টগ্রামে তিন ওয়ানডে ম্যাচের সূচি

১ম ওয়ানডে ১৩ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা

২য় ওয়ানডে ১৫ মার্চ চট্টগ্রাম দুপুর আড়াইটা

৩য় ওয়ানডে ১৮ মার্চ চট্টগ্রাম সকাল ১০টা

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …