পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ!

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়ানশীপের অংশ হওয়াতে দুই দলের জন্য খবুই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

আগামী ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ দল। এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। চলুন আলোচনা করা যাক বাংলাদেশের সেরা একাদশ কেমন হতে পারে:

প্রথম টেস্ট ম্যাচে ওপেনিংয়ে জাকির হাসান ভালো করতে না পারলেও তার ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইনজুরি সারলে জাকির হাসানের জায়গাতে দেখা যেতে মাহমুদুল হাসান জয়কে। দ্বিতীয় ওপেনার হিসেবে সেরা একাদশে থাকবেন ফর্মে থাকা সাদমান ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯ রানে অপরাজিত থাকেন।

তিন নম্বরে যথারীতি ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৬ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। ৪ নম্বরে ব্যাটিংয়ে আসবেন মমিনুল হক। প্রথম টেস্টে ফিফটি দেখা পান তিনি।

৫ নম্বরে ব্যাটিং আসবেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। প্রথম টেস্টে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। যার ফলে হয়েছেন ম্যাচ সেরা। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাটিং আসবেন লিটন দাস। প্রথম টেস্টে ফিফটির দেখা পান লিটন দাস।

৮ নম্বরে ব্যাটিং আসবেন মেহেদি হাসান মিরাজ। প্রথম টেস্টে ৭৭ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করেন মিরাজ।

পেস বিভাগ সামলাবেন সামলাবেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দেখা যাবে সাকিব ও মেহেদি হাসান মিরাজকে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ:

জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …