১ম বাংলাদেশি হিসেবে যে বাজে রেকর্ড গড়লেন সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচে বাজে নজির গড়লেন সৌম্য সরকার। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৪ বলে শূন্য রানে ফেরেন।

শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা এই ওপেনার এদিন বল হাতেও সুবিধা করতে পারেননি। ৬ ওভার বোলিং করে ১০.৬৩ গড়ে রান খরচ করেন।

সৌম্যর এমন বাজে পারফরম্যান্সের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ২৪৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ ৯ উইকেটে ২০০ রানে ইনিংস গুটিয়ে ৪৪ রানে হারে।

এদিন শূন্য রানে আউট এবং ৬ ওভারে ৬৩ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি সৌম্য। শুধু তাই নয়, প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যানের ক্যাচও ধরতে পারেননি।

ওয়ানডেতে এক ম্যাচে ওভারে ১০-এর বেশি রান খরচ এবং ডাক মারা প্রথম বাংলাদেশি অলরাউন্ডার সৌম্য সরকার। বিশ্বে তার অবস্থান তিনে। এই তালিকায় আরও আছেন-

অলরাউন্ডার বোলিং বিশ্লেষণ প্রতিপক্ষ সাল
জহির খান ৭-০-৭২-০ পাকিস্তান ২০০৪
শাপুর জরদান ৭-০-৭১-০ আয়ারল্যান্ড ২০১৭
সৌম্য সরকার ৬-০-৬৩-০ নিউজিল্যান্ড ২০২৩
ইফতেখার আনজুম ৫-০-৫৩-০ শ্রীলঙ্কা ২০০

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …