আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। সেই টি-টেনে যেমন ব্যাটিং চাই, ঠিক তেমন ব্যাটিং নিয়েই হাজির হলেন এনামুল হক বিজয়। আগের ৩ ম্যাচে ১৩ বলে ১০ রান করা বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটার এবার ব্যাট করেছেন ৩৬৬.৬৭ স্ট্রাইক রেটে। যদিও তার এই তাণ্ডবের দিনেও ম্যাচ জিতেছে সাব্বির রহমানের দল হারারে বোল্টস।
জিম আফ্রো টি-টেন লিগে ১১ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ও সাব্বির রহমানের দল হারারে বোল্টস।
সাব্বির আগের ম্যাচে ব্যর্থতার কারণে এ দিন একাদশে সুযোগ না পেলেও বিজয় ছিলেন একাদশে। তার ওপর আস্তা রেখে তিন নম্ব ব্যাটিংয়ে পাঠায় আর সেই সুযোগ দুই হাতে লুফে মাত্র ৬ বলে ২২ রানের ইনিংস খেলেন বিজয়। হাঁকান ৩টি ছক্কা ও ১টি চার। আফতাব আলমের বলে লাহুর মিলানের হাতে ক্যাচ দ্রুতই সাজ ঘরে ফিরেন তিনি।
বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের হয়ে ১৭ বলে ৩৫ রান করেন হাবসন। ১০ বলে ১৩ রান করেন ব্রাথওয়েট। নির্ধারীত ১০ ওভারে ৮ উইকেটে ৯৬ রান করে এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স।
জবাবে ব্যাট করতে নেমে হারারে বোল্টসের হয়ে ১৮ বলে ৪৭ রান করেন দাসুন শানাকা। ১১ বলে ২০ রান করেন মিলানথা। ৯ বলে ১৭ রান করেন জেমি নিশাম। ৭.৪ ওভারে ৩ উইকেট ১০২ রান করে জয় নিশ্চিত করে হারারে বোল্টস। ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাব্বির রহমানের দল হারারে বোল্টস।
এই দিন দুই দল মিলে ১০৬ বলে ১৯৯ রানের একটি জমজমাট ম্যাচ উপহার দেয়।