সরকারের পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা!

টানা একমাসের আন্দোলনের পর বাংলাদেশের ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৫ আগস্ট) তিনি দেশত্যাগ করেন। আর দেশত্যাগ করার আগে ক্ষমতা হস্তান্তর করে যান তিনি। এরপরই ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। গণভবন কিংবা সংসদ ভবনে প্রবেশ করেছে আনন্দমুখর জনতা।

সাধারণ এই জনতার আনন্দ উৎসবের আমেজ দেখা গিয়েছে দেশের ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা। লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের আশেপাশেই আছেন আফিফ হোসেন ধ্রুব। সরকার পতনের পরেই সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে। স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকাও। আনন্দের রেশ দেখা গিয়েছে আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পোস্টে। লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক চৌধুরীকেও দেখা গিয়েছে আনন্দ উদযাপন করতে। লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’

এদিনই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন। আজ (সোমবার) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …