টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। শনিবার ওয়েষ্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপাজয়ী দল। এরপর ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেও শ্রীলংকার বিপক্ষে হেরে যায় ভারত।
১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে টিম ইন্ডিয়া। এবার শিরোপা নিয়েই ঘরে ফিরতে চায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথম আইসিসির কোনো ইভেন্টে ফাইনালে উঠেছে। অতীতে একাধিকবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। এবারই প্রথমাবার ফাইনালে উঠেছে। প্রথমবার ফাইানলে উঠেই ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় মার্করামের নেতৃত্বাধীন দলটি।
খেলাটি আমাদের এই ফেসবুক পেজে সরাসরি দেখতে পারবেন।