মাত্র পাওয়াঃ চেন্নাই এর একাদশ থেকে বাদ পরলেন মুস্তাফিজ!

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দুর্দান্ত শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের। চলমান আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে ২৯ রান খরচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। পরবর্তী ম্যাচেও ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন।

নিজের খেলা ৩য় ও এখন অব্দি শেষ ম্যাচে ১ উইকেট পেলেও ছিলেন খরুচে। তবে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে বেগুনি রঙয়ের ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি) নিজের করে নিয়েছিলেন দ্য ফিজ।

এরপরই হুট করে বাংলাদেশে আসতে হয় মুস্তাফিজুর রহমানকে। মূলত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফেরেন তিনি।

আজ টাইগার সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের বহরে দূতাবাসে গিয়েছিলেন মুস্তাফিজও।

শুক্রবার (৫ এপ্রিল) হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। ক্রিকেট৯৭ নিশ্চিত হয়েছে এই ম্যাচে মুস্তাফিজের খেলার কোন সম্ভাবনাই নেই। কারণ এখনো দেশ ছাড়েননি তিনি।

শুক্রবারের পর সোমবার (৮ এপ্রিল) কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চেন্নাই মুস্তাগফিজের সার্ভিস পাবে কিনা তা জানতে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে।

এমনিতে চলতি আইপিএলে মুস্তাফিজুর রহমানের নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া ৩০ এপ্রিল পর্যন্ত। ৫ ও ৮ এপ্রিলের ম্যাচ ছাড়াও মুস্তাফিজের সামনে থাকবে ১৪ এপ্রিল (বিপক্ষ মুম্বাই), ১৯ এপ্রিল (বিপক্ষ লখনৌ), ২৩ এপ্রিল (বিপক্ষ লখনৌ) ও ২৮ এপ্রিল (বিপক্ষ হায়দ্রাবাদ) ম্যাচে খেলার সুযোগ।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ সামনে রেখে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৮ এপ্রিলের ম্যাচ শেষে দেশে ফিরবেন এই বাঁহাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …