দলে বড় চমক নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টের একাদশ ঘোষণা বাংলাদেশের

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যেখানে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। ৩১৮ রানের বিশাল জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ফলে সিরিজে ১-০তে এগিয়েছে শ্রীলঙ্কা। তাই শেষ টেস্ট ম্যাচ জেতা ছাড়া সিরিজ বাঁচাতে পারবে না বাংলাদেশ। আগামী ৩০ মার্চ চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় মাঠে নামবে দুই দল।

এখন সবার মনে প্রশ্ন দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে। কারা থাকতে পারে একাদশে। চলুন দেখে নেয়া যাক দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। মাহমুদুল হাসান জয়ের জায়গাতে একাদশে সুযোগ পেতে পারেন সাদমান ইসলাম। আর তার সাথে ওপেনিং করতে নামবেন জাকির হাসান। তিনে নামবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে ব্যাটিং আসবেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মুমিনুল হক।

পাঁচে নামবেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এই সিরিজ দিয়ে এক বছর পর আবারও টেস্ট খেলতে নামবেন তিনি। অরেকটা সুযোগ দেয়া হতে পারে লিটনকে। ছয় নম্বরে ব্যাটিং আসবেন তিনি। সাতে ব্যাটিং আসবেন বাংলাদেশের আরেক আলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

স্পিন বিভাগ সামলাবেন সাকিব, মিরাজ ও তাইজুল। পেস বিভাগে দেখা যাবে সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। আর যদি শরিফুলকে বিশ্রাম দেয়া হয় তাহলে একাদশে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা।

একনজরে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …