রিসাদের ঝড় ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়!

আজ সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখো পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দারুন বল করতে থাকে বাংলাদেশের বোলাররা।

শেষ পর্যন্ত নির্ধারীত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ তামিম, মুশফিক, মিরাজ ও রিশাদ হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-১ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

জবাবে খেলতে নেমে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন তানজিদ তামিম। তাছাড়া ১৮ বএল অপরাজিত ৪৮ রান করেছেন রিশাদ।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …