লিটনকে বাদ দিয়ে চমকসহ দল ঘোষণা করলো বিসিবি

শেষ হয়েছে ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে শুন্য রানে আউট হন লিটন। দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। এই ম্যাচেও শুন্য রানে আউট হয় লিটন দাস। যা বাংলাদেশ দলকে চাপে ফেলে দেয়। শেষ ওয়ানডে অর্থ্যাৎ অঘোষিত ফাইনালের আগে নতুন করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

শেষ ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তার জায়গাতে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক। আজ শনিবার এই তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’

লিটনকে বাদ দেয়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

বার বার কপাল খুলছে জাকের আলি অনিকের। টি-টোয়েন্টি সুযোগ পেয়েছিলেন আলিস আল ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়াতে। এবার লিটনের পরিবর্তে ওয়ানডে সুযোগ পেলেন তিনি। সুযোগ পেয়ে প্রথম টি-টোয়েন্টি দুর্দান্ত ইনিংস খেলেন জাকের আলী অনিক। ৩০ বলে করেন ৫৫ রান। ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় জাকের আলীর। লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৫ গড় নিয়ে তার রান দুই হাজারের কাছাকাছি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।

About RemixBd

Check Also

১০৬ বলে ১৯৯ রান, এনামুলের অবিশ্বাস ব্যাটিং!

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। …