পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 100+

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান :

১। পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর: ১৯৯৯ সালে।

২। পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর: ২০০৫ সালে জাপানিদের সহায়তায়।

৩। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়?

উত্তর: মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায়।

৪। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে?

উত্তর: ৪ জুলাই, ২০০১ সালে।

৫। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

উত্তর: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে কোন দেশের সাথে চুক্তি হয়েছিল?

উত্তর: জাপানের সাথে, ৪ ডিসেম্বর, ২০০২ সালে। সমীক্ষার ব্যয় ধরা হয় প্রায় ৫৩ কোটি টাকা।

৭। পদ্মা সেতুর নকশা প্রনয়ণের কাজ শুরু হয় কত সালে?

উত্তর: ২ ফেব্রুয়ারী, ২০০৯ সালে।

৮। পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হয় কত সালে?

উত্তর: ২০০৯ সালে।

৯। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে কত কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল?

উত্তর: ১২০ কোটি ডলারের।

১০। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় কত সালে?

উত্তর: এপ্রিল, ২০১১ সালে।

  • ১১। পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বিশ্ব ব্যাংক কত সালে বাতিল করে?
  • উত্তর: ৩০ জুন, ২০১২ সালে।
  • ১৩। পদ্মা সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় কত সালে?
  • উত্তর: ১১ জানুয়ারি, ২০১১ সালে। (রেল লাইন হবে দ্বিতলবিশিষ্ট, সেতুর নিচ তলায়, স্প্যানের মধ্য দিয়ে)
  • ১৪। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত হয় কত সালে?
  • উত্তর: ৯ জুলাই, ২০১২ সালে।
  • ১৫। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংককে চিঠি দিয়ে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় কত সালে?
  • উত্তর: ৩১ জানুয়ারি, ২০১৩ সালে।
  • ১৬। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করে কত সালে?
  • উত্তর: জুন, ২০১৩ সালে।
  • ১৭। মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় কোন সংস্থা?
  • উত্তর: জাপানের দাতা সংস্থা ‘জাইকা’, ২০০৪ সালে।
  • ১৮। পদ্মা সেতু প্রকল্পে প্রথম ব্যয় একনেকে পাশ হয় কত সালে?
  • উত্তর: ২০০৭ সালে (ব্যয় ধরা হয়: ১০,১৬২ কোটি টাকা)।
  • ১৯। পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় সংশোধন করা হয়েছে কত দফা?
  • উত্তর: ২ দফা।
  • ২০। প্রথম দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?
  • উত্তর: ২০,৫০৭ কোটি টাকা, ২০১১ সালে।
  • ২১। দ্বিতীয় দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?
  • উত্তর: ২৮,৭৯৩ কোটি টাকা, ২০১৬ সালে।
  • ২২। ২০১৮ সাল পর্যন্ত পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়?
  • উত্তর: ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।
  • ২৩। সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে কত কোটি টাকা?
  • উত্তর: ২৯,৮৯৩ কোটি টাকা, (১% সুদে, ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ)।
  • ২৪। ২০২০-২১ অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ কত কোটি টাকা?
  • উত্তর: ৫ হাজার কোটি টাকা। (এটি সরকারের চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ)

২৫। পদ্মা সেতু প্রকল্পের নাম কি?

উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২৬। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?

উত্তর: মোঃ শফিকুল ইসলাম।

২৭। পদ্মা সেতুর কাজ শুরু হয় কত সালে?

উত্তর: ৭ ডিসেম্বর, ২০১৪ সালে।

২৮। পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন কে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।

২৯। পদ্মা সেতুর নকশা করে কোন দেশের কোম্পানী?

উত্তর: আমেরিকার এ.ই.সি.ও.এম (AECOM) কোম্পানী।

৩০। পদ্মা সেতু কি দিয়ে নির্মাণ করা হয়?

উত্তর: কংক্রিট আর স্টিল দিয়ে। (যা বিশ্বে প্রথম)

৩১। পদ্মা সেতু নির্মাণ করে কোন দেশের কোম্পানী?

উত্তর: চীন দেশের কোম্পানী।

৩২। পদ্মা সেতু কোন কোম্পানী নির্মাণ করে?

উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী’।

৩৩। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর: ৬.১৫ কিলোমিটার।

৩৪। ভাঙার বর্ধিত অংশ সহ পদ্মা সেতুর সর্বমোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

  • উত্তর: ভাঙার বর্ধিত অংশ সহ দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার।

About RemixBd

Check Also

50 De-Chonker Stories That Will Inspire You To Start A New Healthy Lifestyle

In a world filled with heartwarming tales of triumph and transformation, there exists a unique …