ব্রুনাই ভিসার দাম কত ২০২৪ : আপনি যদি ব্রুনাই যেতে চান, তাহলে কাজের ধরনের উপর ভিত্তি করে ভিসার আবেদন করতে হবে। যারা ভ্রমণ করার উদ্দেশ্যে ব্রুনাই যাবেন তাদের অবশ্যই টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে সবাই কাজের জন্য ব্রুনাই যেতে চাচ্ছেন। কিন্তু বর্তমান ব্রুনাই ভিসা করতে কত টাকা খরচ হবে তা তো জানেন না।
দালাল অথবা এজেন্সির মাধ্যমে ভিসা করতে গিয়ে অনেকই প্রতারিত হতে হচ্ছেন। আপনি এই পোষ্টের মাধ্যমে ব্রুনাই সকল ক্যাটাগরির ভিসার আপডেট মূল্য জানতে পারবেন। আগের তুলনায় বর্তমান ব্রুনাই ভিসা খরচ অনেক বৃদ্ধি পেয়েছে।
ব্রুনাই কাজের ভিসা
বর্তমান সময়ে ব্রুনাই কাজের ভিসা চালু রয়েছে। ব্রুনাইয়ের কন্সট্রাকশন কাজ থেকে শুরু করে অন্যান্য যে কোন কাজ করতে পারবেন।
কিন্তু সবাই বর্তমান সময়ে ব্রুনাই কাজের ভিসা করতে কত টাকা খরচ হয় এই তথ্য জানেন না। অনেকেই অনলাইনের মাধ্যমে সঠিক ভিসার মূল্য খুঁজে থাকেন।
ব্রুনাই ভিসার দাম কত
ভিসার ক্যাটাগরির উপর খরচ নির্ভর করে। কারণ ব্রুনাইয়ের অনেকগুলো ভিসা রয়েছে। আপনি যদি কাজের জন্য ব্রুনাই যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা যেতে হবে।
এই ক্যাটাগরির ভিসার দাম ভিন্ন ভিন্ন রয়েছে। আপনি যদি সরকারিভাবে ব্রুনাই ভিসা পেয়ে যান তাহলে একেবারে কম খরচের মধ্যে পৌঁছাতে পারবেন। এবং কোন এজেন্সি অথবা দালালের মাধ্যমে ব্রুনাই ভিসা করতে চাইলে সর্বনিম্ন ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকার মধ্যেই ব্রুনাই প্রবেশ করা যাবে।
ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি
ব্রুনায় যেতে চান তাহলে উল্লেখযোগ্য কয়েকটি কাজের জন্য ভিসা করতে হবে। এ কাজগুলো আপনি সারা বছরই করতে পারবেন। দেখে নিন ব্রুনাইয়ের কোন কাজের চাহিদা গুলো বেশি রয়েছে।
- ড্রাইভিং।
- ইলেকট্রিক্যাল।
- কনস্ট্রাকশন।
- মেকানিক্যাল।
- রেস্টুরেন্ট।
- ফ্যাক্টরির কাজ।
- কৃষি কাজ।
- টাইলসের কাজ।