বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সঙ্গে ভারতের আইপিএলের তুলনা খুব একটা প্রযোজ্য নয়। তবুও ২০২৪ সালে এসে দুই লিগই যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল। বাংলাদেশে নির্বাচনের বছরেই মাঠে গড়াবে বিপিএল, যে কারণে টুর্নামেন্ট শুরুর সময় নিয়ে ছিল শঙ্কা। তেমনি ভারতেও নির্বাচনের হাওয়া বইছে, তাই আটকে আছে আইপিএলের দিনক্ষণের ঘোষণা।
বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা অবশ্য হয়ে গিয়েছে। নির্বাচনের দুই সপ্তাহ পর ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ভারতে তেমন তারিখ ঘোষণা না হলেও টুর্নামেন্ট শুরু নিয়ে কিছুটা আভাস ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়ে রেখেছে বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম বলছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২২ মাচ থেকে মাঠে গড়াবে আইপিএল। মে মাসের শেষ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
যদিও আইপিএল শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেনি বিসিসিআই। ফাইনালের দিনক্ষণও জানানো হয়নি। কেবল টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য দিন ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।